
তিনি আরো বলেন, সবাই অবগত আছেন যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের পরদিনই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান একটি বিবৃতি দিয়েছেন। তা সত্ত্বেও যারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য দিচ্ছেন তারা জ্ঞানপাপী।
মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থেই হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি ইসলামী ছাত্রসেনার নেতাদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।