ওয়াশিংটন: বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার সকালে ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার উদ্বেগের কথা জানান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী।
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি এবং তা স্থগিতের বিষয়টি নিয়ে যখন রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তখন প্রধানমন্ত্রীকে ফোন করলেন কেরি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আমেরিকার শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা দিয়েছেন যে, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হলে তা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে।
আমেরিকান দূতাবাসের মুখপাত্র কেলি ম্যাকার্থি বুধবার সকালে কেরির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি নিশ্চিত করতে পারি, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি তার উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন।”
ফোনালাপে কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে কোনো কথা হয়েছে কি না এই বিষয়ে জানতে চাওয়া হলে, দূতাবাস মুখপাত্র যুদ্ধাপরাধের বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ম্যাকার্থি বলেন, “যেকোনো শাস্তি দেয়ার আগে তার মান অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের হওয়া উচিত।”
তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি বিচার অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। একই সঙ্গে নাগরিক এবং রাজনৈতিক অধিকার রক্ষায় বাংলাদেশ যে আন্তর্জাতিক মানকে সমর্থন দেয় সেটিও সমুন্নত থাকবে।