ঢাকা: পল্টন থানার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ চার্জশিট উপস্থাপন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাফর ২৮ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করেছেন।