ঢাকা: জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে গুলশান ১১০ নম্বর রোডে ইউএনডিপির একটি প্রকল্প অফিসে বৈঠক করেছেন বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রতিনিধি দল।
বুধবার বেলা ১২টার দিকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল পৌনে ৩টার দিকে। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে, সংকট নিরসনে তারা কোন সমঝোতায় পৌঁছতে পেরেছেন কি না এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
বিএনপির পক্ষে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ।