ঢাকা: বলিউড সুপার স্টার শাহরুখ খান এবার আরেক খানের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি পার্টিতে অভিনেতা আমির খান সর্ম্পকে নানা রকম প্রশংসামূলক বক্তব্য রাখেন।
শাহরুখ বলেন, ‘আমির দেশের সেরা অভিনেতা। আর ধুম থ্রি’তে আমির অভিনীত চরিত্রটিই তাকে এখানে নিয়ে এসেছে। ছবিটির জন্যে আমিরকে যে ধরণের শারীরিক পরিশ্রম করতে হয়েছে তা এক কথায় কল্পনাতীত এবং উৎসাহ জনক।
তিনি আরো বলেন, ‘আমির যে ধরণের চরিত্রে অভিনয় করে তা কেবল মাত্র শারীরিক নয় মানসিক ভাবেও উৎসাহ ব্যঞ্জক। সত্যিই এজন্যে আমিরের তারিফ করতে হয়।
অন্যদিকে এখনও নেতিবাচক চরিত্রে অভিনয়ে আগ্রহী বলিউড বাদশাহ। এ সর্ম্পকে তিনি বলেন, ‘অনেক দিন এ ধরণের (নেতিবাচক) চরিত্রে অভিনয় করা হয় না। আমি এ ধরণের চরিত্রে অভিনয় করেত স্বাচ্ছন্দ বোধ করি। কেউ যদি আমাকে এ ধরণের চরিত্র দেয় তবে এক কথায় রাজি হয়ে যাবো। বিষয়টি বাণিজ্যিক ভাবে লাভ জনক নাও হতে পারে, ফলে ছবিটি ১শ কোটি কিংবা ২শ কোটির ক্লাবে পৌছাবে না।’
এস আই