ভারতের কারগারে থাকা নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে শর্তসাপেক্ষে ফেরত দিতে রাজি হয়েছে ভারতীয় সরকার। এমনটাই আলোচনা হয়েছে দু’দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিন।আজ বুধবার সকালে হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া বৈঠক সূত্র জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নূর হোসেনকে ফিরিয়ে দেয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে নূর হোসেনকে ফিরে পেতে হলে ভারতের দুটি শর্ত মানতে হবে বাংলাদেশকে। এমনটাই সাংবাদিকদের নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একজন যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
বৈঠক সূত্র আরো জানিয়েছে, বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকে স্থল সীমানায় কাঁটাতারের বেড়ার পাশাপাশি জল সীমায় ভারতের বিশেষ বেড়া দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এ নিয়েও আলোচনা হয়েছে।এছাড়াও দু’দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকরী উদ্যোগ, সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বন্ধ, মাদক ও চোরাচালন ঠেকানোর বিষয়ে দু’দেশ সম্মত হয়েছে।বৈঠকের শেষ দিনে আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানা গেছে।বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এবং ভারতের পক্ষে নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী।