আত্মহত্যার চেষ্টা করলেন নবীন অভিনেত্রী তানিশা মির্জা। সোমবার বিকেলে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় ১৪টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। জানা গেছে, প্রেম ও পারিবারিক জটিলতার কারণে আত্নহত্যার চেষ্টা করেছেন তানিশা। সম্প্রতি তিনি অভিনয় করেন ‘সেলিব্রেটি’ নামের একটি ছবিতে।
ছবিটির পরিচালক সাজ্জাদ রহমান মুঠোফোনে একটি বার্তা পেয়ে তার বাসায় ছুটে যান এবং অজ্ঞান অবস্থায় তাকে বাড্ডা এশিয়ান হাসপাতালে ভর্তি করেন। তানিশা এখন চিকিৎসক সাইদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তবে কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা জানা যায়নি।
তিনি জানান, জরুরি বিভাগে তানিশার প্রাথমিক চিকিৎসা চলছে। তার জ্ঞান ফিরেছে। আরেকটু সুস্থ হলে কেবিনে পাঠানো হবে। এখন তিনি শঙ্কামুক্ত। তানিশা মির্জা বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। তার প্রথম ছবি ‘সেলিব্রেটি’ এখন সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই এটি মুক্তি পাওয়ার কথা।