আমোদ ডেস্ক: বলিউডের এক ‘স্ট্রাগলার’ অভিনেত্রীর আত্মহত্যা করলেন। সাইয়াম খান্না (ছবিতে) নামের ওই ‘স্ট্রাগলার’ অভিনেত্রীর দেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তাঁর ফ্ল্যাট থেকে। মোনা খান্না নামে তিনি পরিচিত এই স্ট্রাগলার অভিনেত্রী ‘দ্য হন্টেড হাউস’এবং ‘দ্য লাস্ট হরর’ নামে দুটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।
মোনার বোন রিয়া খান্না জানান, আত্মহত্যা করার আগের দিন তাঁর দিদি প্রচুর শপিং করেছিলেন। শপিং থেকে ফিরে রিয়াকে মোনা বলেন, তাঁকে আর বিরক্ত না করতে। এরপর দরজা বন্ধ করে ‘রকস্টার’ সিনেমার ‘তুম হি হো’ গানটি চালান। সেই শেষ।
সুইসাইড নোটে মোনা আত্মহত্যার জন্য কাউকে দায়ি করেননি।