প্রধানমন্ত্রী সময় দিতে পারছেন না বলে অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে তার দ্বিতীয় দফায় বৈঠক বুধবার হচ্ছে না।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব খোকন বাংলামেইলকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তারানকো দুজনই ব্যস্ত। তারা কেউ সময় দিতে পারছেন না।’
কখন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এখনো বৈঠকের সময় নির্ধারণ হয়নি।’
বুধবার বিকেল ৪টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক এই সহকারী মহাসচিব এর আগে ৭ ডিসেম্বর শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দফা বৈঠক করেন। প্রধানমন্ত্রী ছাড়াও তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন।
এছাড়া গোপনীয়তা রক্ষা করে প্রধান দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকে বসেছেন তিনি।
গত শুক্রবার পাঁচ দিনের সফরে এসে দফা দফায় বৈঠক শেষে তেমন ইতিবাচক অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকে ব্যবস্থা করেন তারানকো। একই সঙ্গে সফর এক একদিন বর্ধিতও করেন তিনি। বুধবারই তার ঢাকা ছাড়ার কথা।