ঢাকা: সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান বের করার তাগিদ দিয়েছে চীন।
বুধবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন চীনা প্রতিনিধি দল।
এর আগে রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে বৈঠক করে ৪ সদস্যের চীনা প্রতিনিধি দল।
বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাসচিব লু ঝাওহুই বলেন, ‘শান্তির্পূণ সংলাপের মাধ্যমে বাংলাদেশর জনগণকেই সমস্যা সমাধান করতে হবে।’
প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি ঝুনও। লি জাওহি বলেন, ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা করবে।’
তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার সঙ্গে আমরা ঘণ্টাব্যাপি আলোচনা করেছি। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চায়না চায় বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা করবে চীন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘চায়না প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংল্শিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অর্থ সামাজিক বিষয়ে চায়নার ভূমিকা রয়েছে। বিএনপি বিশ্বাস করে এসব খাতে চায়নার ভূমিকা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বাড়বে।’
বৈঠকে চীনের ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের এশিয়া বিষয়ক মহাসচির লু ঝাওহুই এবং তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি ঝুন।
বিএনপির পক্ষে থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।