ঢাকাঃ রাত ঠিক ৮টার দিকে মোহাম্মদপুর থানায় দুষ্কৃতি কারিদের বোমা হামলা। আগুন জ্বলেছে দুই গাড়িতে। মোহাম্মদপুর থানায় ফোন দিলে তারা জানান মোহাম্মদপুর থানার পিছনে লালমাটিয়ায় কিছু শিবির কর্মীরা এই কাজ করেছে বলে তারা ধারনা করছে। ঠিক রাত ৮টা বেজে ২ মিনিটে নাড়ায় তাকবির স্লোগানে তারা কয়েকটি গাড়ী ভাংচুর করে এবং দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা প্রায় ৪-৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কোন হতাহতের কথা জানায়নি পুলিশ। পুলিশ বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।
এইচ এন