মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, বীরউত্তম সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি সংগঠনটির প্রাথমিক সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার সন্ধ্যার পর মহাসচিব বরাবর লেখা পদত্যাগ পত্র ফোরামের ধানমন্ডি কার্যালয়ে পৌঁছানো হয়। ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব এটি গ্রহণ করেন।