বাগেরহাটের শরনখোলা থানা পুলিশ ডাকাতির প্রস্তুতির সময়ে ট্রলারসহ ৪ বনদস্যুকে আটক করেছে। বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের হয়লাতলা এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামের চাঁন আলী মিয়া বয়াতীর ছেলে কাঞ্চন আলী বয়াতী (৪০), কবির বয়াতী (৩৫), লিটন বয়াতী (২১) ও উত্তার সোনাতলা গ্রামের মালেক হাওলাদারের ছেলে কবির হাওলাদার (২৪)।
শরনখোলা থানাল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেক জানান, মঙ্গলবার রাতে একাধিক মামলার পলাতক আসামী কবির হাওলাদারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের হয়লাতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বনদস্যুদের ব্যবহৃত ট্রলারসহ ৩ বনদস্যুকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।