রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনে জাতীয় পার্টির (জাপা) আবু নোমান এককভাবে নির্বাচিত হওয়ায় হতাশ হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার আ.লীগের ডা. এহসানুল কবির জগলুল মনোনয়ন প্রত্যাহার করেন। আর জাতীয় পার্টির মো. আবু নোমান একক প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এতে ক্ষুব্ধ হন জগলুল সমর্থকরা।
পৌর আ.লীগ নেতা স্বপন পাটোয়ারী ও চরবংশী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মনির মোল্লা বলেন, নেতাকর্মীদের প্রত্যাশা ছিল এ আসনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা ডা. জগলুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী আবু নোমানকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়।
ফলে আ.লীগে আগের দ্বন্দ্ব থেকেই গেল।
জাতীয় পার্টির এ নেতাকে তার দলের কয়েক নেতা ছাড়া রায়পুরবাসী চেনে না। তিনি কিভাবে এ আসনের প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন আ.লীগ নেতারা।
তবে, ডা. জগলুল বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। নোমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আর ডি