নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে অস্থিরতা চলছেই। ন্যাপ ভাসানী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পর এবার জোট ছেড়ে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এবং বাংলাদেশ ইসলামিক পার্টি।
এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার এবং ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধানের নেতৃত্বে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন জোট থেকে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলুর নতুন জোটে। শনিবার দুপুরে রাজধানীর ঈশা খাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে দল দুটির জোট ছাড়ার ঘোষণা এবং নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানা গেছে।
গত ২৪ আগস্ট জোটের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এনপিপি একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। যদিও এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল ও জোট থেকে বহিষ্কৃত হন তিনি। তবে দলের অপর অংশ নিয়ে যথারীতি জোটে রয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান ও সাবেক মহাসচিব ডা. ফরিদুজ্জামান ফরহাদ।
এর আগে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান (একাংশ) শেখ আনোয়ারুল হক জোট ছেড়ে যান। যদিও এই দলটির একাংশ এখনো ২০ দলীয় জোটে প্রতিনিধিত্ব করছে।
জোটের একজন শীর্ষ নেতা বলেন, দল দুটির একাংশের নেতাদের জোট থেকে বের হতে প্রেরণা যুগিয়েছে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলু। নিলু নিজের স্বার্থ আর নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে জোটের মধ্যে বিভেদ সৃষ্টিতে কাজ করছে।