মোবাইল এর জন্য কিছু গুরুত্বপূর্ণ নাম্বার

0

Untitled-1প্রথমে যেটির কথা বলব সেটা হল আপনি যে মোবাইল নাম্বার টি ব্যবহার করছেন সেটি বের করা।

১. টেলিটক নাম্বার জানতে tar লিখে send করুন 222 তে তবে এখানে চার্জ কাটবে।
২. গ্রামীণ ফোন এর জন্য *২# ডায়াল করুণ।
৩. রবির জন্য *১৪০*২*৪# ডায়াল করুণ।
৪. বাংলালিংক এর জন্য *৫১১# ডায়াল করুণ।
৫. এয়ারটেল এর জন্য *১২১*৬*৩# ডায়াল করুণ ।

এখন যেটি নিয়ে আলোচনা করবো সেটা হল প্রত্যেক মোবাইল অপারেটর তাদের ইউজারদের জন্য একটা পাওয়ার মেনু অপশন চালু করেছে যেখানে ডায়াল করলে মোটামুটি সকল সেবার সূচিপত্র জানা যায়।

১. গ্রামীন ফোন এর পাওয়ার মেনুর জন্য ডায়াল করুণ *১১১#
১. রবির পাওয়ার মেনুর জন্য ডায়াল করুণ *১৪০#
১. এয়ারটেল এর পাওয়ার মেনুর জন্য ডায়াল করুণ *১২১#
১. বাংলালিংক এর পাওয়ার মেনুর জন্য ডায়াল করুণ *৭৮৯#

এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল মোবাইল এর ব্যালেন্স দেখতে কোন নাম্বার এ ডায়াল করবেন।

১. টেলিটক এর জন্য *১৫২#
২. গ্রামীন ফোন এর জন্য *৫৬৬#
৩. বাংলালিংক এর জন্য *১২৪#
৪. রবির জন্য *২২২#
৫. এয়ারটেল এর জন্য *৭৭৮#
৬. সিটিসেল এর জন্য *৮১১*৩#

ইন্টারনেট এর জন্য কনফিগারেশন পেতে মেসেজ অথবা ডায়াল করুণ

১. টেলিটক এর জন্য set লিখে মেসেজ করুণ ১১১ নাম্বার এ।
২. গ্রামীন ফোন এর জন্য all লিখে মেসেজ করুণ ৮০৮০ নাম্বার এ।
৩. বাংলালিংক এর জন্য all লিখে মেসেজ করুণ ৩৩৪৩ এই নাম্বার এ।
৪. রবির জন্য কল করুণ *১৪০*৭# নাম্বার এ।
৫। এয়ারটেল এর জন্য কল করুণ *১২১*৭*৩# নাম্বার এ।

বর্তমানে আপনি কোন প্যাকেজ ব্যবহার করছেন তা জানতে

১. টেলিটক এর জন্য tar লিখে মেসেজ করুণ ২২২ নাম্বার এ।
২. গ্রামীন ফোন এর জন্য xp লিখে মেসেজ করুণ ৪৪৪৪ নাম্বার এ।
৩. বাংলালিংক এর জন্য ডায়াল করুণ *১২৫# নাম্বার এ।
৪. রবির জন্য কল করুণ *১৪০*১৪# নাম্বার এ।
৫। এয়ারটেল এর জন্য কল করুণ *১২১*১*১*১# নাম্বার এ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More