ভাগ্য দেবী যেনো সবটাই উজার করে দিতে চাইছে সাবেক পর্নো স্টার সানি লিওনকে। একের পর এক ছবিতে সাইন করছেন তিনি। হেট স্টোর থ্রি’র পর এবার তিনি চুক্তি করলেন টারজান(রিমেক)-এর জন্য।
জানা গেছে, টারজান কন্যার চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। টারজান ছবিটি নির্মাণ করছেন সোহাম শাহ। মূলত ১৯৮৫ সালের বলিউডে নির্মিত টারজান ছবির রিমেক হিসেবেই এটি নির্মাণ করা হচ্ছে। সেই ছবিতে তখন টারজানের ভূমিকায় অভিনয় করেছিলেন হেমান্ত বিরজি। আর টারজান কন্যা হয়েছিলেন কিমি কাটকার।
ব্যবসায়িক দিক দিয়ে ভাল সফলতা অর্জন করেছিল ছবিটি। এবার সে ছবির ‘জেনি’ চরিত্রে দেখা যাবে সানি লিওনকে।
এ বিষয়ে সানি লিওন বলেন, টারজান একটি দারুণ দর্শকপ্রিয় চরিত্র। আমি নিজেও টারজান ভক্ত। এবার নিজে টারজান কন্যা হিসেবে অভিনয় করতে যাচ্ছি, তাই বেশ ভালো লাগছে। তবে টারজান হিসেবে এখানে কাকে পাবো সেটি ঠিক হয়নি। আমি মনে করি আগের টারজানকে আমরা ছাপিয়ে যেতে পারবো।
তিনি আরো বলেন, ‘এখানে বরাবরের মতো সুপারহট সানিকেই দেখা যাবে। আশা করছি ভাল লাগবে সবার।’