কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানীসার এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে এক মা ও তার দুই ছেলে জন নিহত এবং অপর দুজন আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে নবীনগরগামী একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়ার উজানীসার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে রুবিনা আক্তার (২৫) এবং তার দুই ছেলে সৌরভ (৪) ও নীরব (৪) নিহত হয়। দুর্ঘটনায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।