ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের নারীদের শিক্ষা কর্মের পাশাপাশি ক্রীড়া ও শরীর চর্চার অধিকারকে সাংবিধানিকভাবে নিশ্চিত করা উচিৎ।’
নারী খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আঠারোর আগে বিয়ে নয়, একুশের আগে সন্তান নয়। তবে বন্ধুত্ব করা যাবে, প্রেম করা যাবে না, বিয়ে করাও যাবে না। এটি একটি বয়সন্ধিকালের সমস্যা।’
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি, মৌলবাদী এবং ধর্মান্ধগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা নারীদের জন্য শিক্ষা, কর্ম ও শরীর চর্চার অধিকার নিশ্চিত করবো।’
নারী খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, ‘স্বাধীনতার পরে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ মেডেল বয়ে আনে নারীরা। পুরুষরা আন্তর্জাতিক মহল থেকে মেডেল আনতে পারে না। কিন্তু নারীরা যে কোনো খেলায় অংশগ্রহণ করলেই মেডেল আনতে সক্ষম হয়।’
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সভাপতি হামিদা বেগমের সভাপত্বিতে বক্তব্য রাখেন সহ-সভানেত্রী সাবিনা আক্তার তুহিন এমপি, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, যুগ্ম-সম্পাদিকা ফারহাদ জেসমিন লিপি প্রমুখ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১০টি মহিলা দল অংশগ্রহণ করে।