ঢাকা : শুক্রবার সকালে অধ্যাপক গোলাম আযমের লাশ মগবাজার কাজী অফিস লেনের নিজ বাসায় আনার পর রাত ৮টা পর্যন্ত তার লাশ দেখার জন্য পুরো কাজী অফিস লেনে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ ও সিনিয়র নেতৃবৃন্দও এসেছিলেন।
উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন ও মোবারক হোসাইন, জামায়াত নেতা ডা. রেদওয়ানুল্লাহ শাহেদী, ড. রেজাউল করিম, শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, লেবার পার্টির চেয়ার্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তজা, জাগপার সেক্রেটারি খন্দকার লুৎফর রহমান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিন, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ও ঢাকা মহানগর সভাপতি এটি এম হেমায়াত উদ্দিন প্রমুখ।