ঢাকা: রাজধানীর ইসলামবাগে স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিমের একটি সালিশ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ইসলামবাগের ঈদগাহ মাঠের ভিতরে সালিশ-মিমাংসা পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের ভারপ্রাপ্ত ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. সেন্টু বাংলানিউজকে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। আহতদের একজন মনির হোসেন বলেন, প্যান্ডেলের ভিতরে হাজি সেলিম অবস্থান করছিলেন। প্যান্ডেলের বাইরে বোমার বিষ্ফোরণ ঘটে। তিনি জানান, হাজি সেলিম অক্ষত রয়েছেন।
Prev Post