অবরুদ্ধ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ।আজ (রোববার) দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন।
সাংবাদিকদের প্রতিনিধি দলে আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদকদের গনি চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদ আহমেদ, সরদার কামাল ফরিদ।
আর ডি