ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর সবুজবাগের এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা লাল সবুজের পতাকা নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বিভাজনের রাজনীতি পরিহার করে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পক্ষে স্লোগান দেয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা মহানগরী পূর্ব সভাপতি রাশেদুল হাসান রানা ও মহানগরী সেক্রেটারী রেজাউল হক রিয়াজ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরের প্রকাশনা ও সাহিত্য সম্পাদক তোজাম্মেল হক, স্কুল কার্যক্রম সম্পাদক সোহেল রানা মিঠু, শিক্ষা সম্পাদক মতিউর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক এসএম মনিরুজ্জামান, প্রচার ও আইটি সম্পাদক আবদুল কাদের প্রমুখ।
Prev Post