ঢাকা: ভিন্ন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্দেশ্যে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জরুরি বৈঠক করছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রাজধানীর বেইলী রোডস্থ ড. কামাল হোসেনের বাসায় সন্ধ্যা ছয়টা থেকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর আব্দুল মান্নান (অব.) ।
বৈঠক সূত্রে জানা গেছে চলমান রাজনৈতিক সংকট নিরসণে ক্ষমতাসীন ১৪ দল এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের বাইরে আরেকটি জোট গঠনের ব্যাপারে আলাপ- আলোচনা করছেন তারা।
বৈঠকে উপস্থিত একজন নেতার কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ভিন্ন আরেকটি ঐক্য বা জোট গঠনের বিষয় ছাড়াও গুলশানে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার বিষয়েও আলোচনা চলছে।
জোটবদ্ধ হয়ে আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, এ রকম কোন সম্ভাবনা নেই। একেবারেই নেই। বরং আরেকটি জোট গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।