‘কইছে আইতে হইবো, সরকারি লোক না আইয়া কি পারি’

0

Gulshanমার্চ ফর ডেমোক্রেসির আদলে এবার ৫ জানুয়ারির আগের রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ছয়টি ইট ও বালুর ট্রাক আনা হয়েছে। রোববার রাত ১২টায় ৬ টি বালু ও ইটের ট্রাক আনা হয়। এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকগুলো এমনিতে এনে রাখা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ‍আলাপকালে একটি ট্রাকের চালক বাচ্চু জানান, খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশের মূল সড়কে ইট-বালু-সুড়কিভর্তি যেসব ট্রাক রাখা হয়েছে সেগুলো আগামী দু’দিন (৬ জানুয়ারি পর্যন্ত) সেখানে থাকবে। তিনি জানান, গুলশান কার্যালয়ের সামনে নিয়ে আসার পর তাদের বলা হয়েছে আগামী দু’দিন এখানে থাকতে হবে। বাচ্চু বলেন, গাবতলী থেকে মাল নিয়ে যাইতাছিলাম। রাস্তায় পুলিশ আটকাইয়া দিছে। কইছে, ওনাগোর লগে আইতে হইবো। সরকারি লোক না আইয়া কি পারি? এখন আমাগোর বইলা দিছে দুইদিন এখানে থাকন লাগবো। রাত ১২টা ৫ মিনিটে খালেদার গুলশান কার্যালয়ের সামনে চারটি ট্রাক রাখা হয়। এরপর কার্যালয়ে প্রবেশের মূল সড়কের দু’প্রান্তে রাখা হয় আরও দু’টি করে ট্রাক। তবে সেগুলো ঠিক কখন রাখা হয়েছে সেটা জানা যায়নি। কার্যালয়ের সামনে রাখা চারটি ট্রাকের মধ্যে দু‘টি ট্রাক বালুবোঝাই। একটি ইটবোঝাই, আর অপরটি সুড়কিবোঝাই। কার্যালয়ে প্রবেশের মূল সড়কের দু’প্রান্তে আড়াআড়ি করে রাখা দু’টি করে ট্রাকও এ ধরনের নির্মাণসামগ্রীভর্তি। অবশ্য সেখানে দায়িত্বরত পুলিশ ‍বা অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। এর আগে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণায় খালেদার গুলশানের বাসভবনের সামনে ট্রাকের ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেবার নিজের বাসায় ‘অবরুদ্ধ’ ছিলেন বিএনপি চেয়ারপারসন। এবার নিজের কার্যালয়ে শনিবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকে ‘অবরুদ্ধ’ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More