পটুয়াখালী: পটুয়াখালী শহরের শেরবাংলা সড়কে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা বিএনপির একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বিএনপিরসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া পুলিশ অভিজান চালিয়ে জেলায় মোট ১৪ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে।
আর ডি