ঢাকা: ঘোষিত কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে বের হতে না পারলে ৫ জানুয়ারির কর্মসূচি বর্জন করতে পারে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারি বদলে ৬ জানুয়ারি নতুন কর্মসূচি পালন করার ঘোষণা আসতে পারে। এ বিষয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি এবং গুলশান কার্যালয় এলাকার রাস্তাগুলো ট্রাক দিয়ে আটকে রাখায় খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার উদ্যোগ সফল নাও হতে পারে। বিএনপি চেয়ারপারসন বের হতে না পারলে সেখান থেকেই আজকের কর্মসূচি বর্জন করে ৬ জানুয়ারির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও জানা গেছে।
আর ডি