ঢাকা: সখ করে কোথাও ঘুরতে বের হচ্ছেন, ভালো পোশাকের সঙ্গে মিলিয়ে সাজগোজ, কিন্তু পা দুটি দেখাচ্ছে খসখসে। তখন আপনার মনে হতেই পারে সব সাজগোজই বৃথা হয়ে গেল। শীতে কিছুতেই যেন পায়ের ফাটাকে প্রতিরোধ করা যাচ্ছে না। অথচ একটু সচেতন হলেই এই তীব্র শীতেও আপনার সুন্দর দুটি পাকে আরও বেশি সুন্দর রাখা সম্ভব। আপনার সুন্দর সাজের সঙ্গে মানানো সম্ভব পায়ের চেহারা। আসুন জেনে নেয়া যাক পায়ের সৌন্দর্যে প্রয়োজনীয় কিছু টিপস।
– শীতে একদমই খালি পায়ে বা শক্ত জুতায় হাঁটা যাবে না। পায়ে ধুলো-ময়লা লাগলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করতে হবে।
– গোসলের সময় অমসৃণ মেঝে কিংবা ঝামা দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া উঠিয়ে ফেলতে হবে।
– প্রতিবার পা ধোয়ার পর ভাল করে মুছে ময়েশ্চারাইজার জাতীয় জেলি বা গ্লিসারিন লাগালে আদ্রতা বজায় থাকবে। পায়ের গোড়ালি নরম হবে, চামড়া আর ফাটবে না।
– প্রতিদিন গোসলের আগে পায়ে তেল মেখে নিন। তারপর সাবান দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন।
– প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো ভাল ক্রিম দিয়ে পা মাসাজ করতে পারেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে এবং পা ফাটবে না।
– রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য ভিনেগারও পায়ে লাগাতে পারেন। সকালে ঘুম থেকে উঠে গরম পানি দিয়ে পা ধুয়ে দেখবেন রুক্ষভাব অনেকটাই চলে গেছে।
– মুলতানি মাটি, সয়াবিন গুঁড়া, কাঁচা হলুদ ও জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে হাত পায়ে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মাস্ক ব্যবহার করুন।
– সপ্তাহে অন্তত দু’দিন উষ্ণ পানিতে পা ভেজাবেন। এতে শরীরের রক্ত প্রবাহ ভালো হয়।
আর ডি