চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৬ জন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে এক বিএনপি কর্মী নিহত হওয়ার গুজব উঠলেও বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়। এসময় বিএনপির কয়েকজন কর্মী পুলিশকে উদ্দেশে করে ইটপাটকেল ছোঁড়ে।
এসময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর থেকে টোরাগড় পৌর ভবন পর্যন্ত দখলে নেয় অবরোধকারীরা। বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান করায় প্রথমে স্থানীয় থানা পুলিশও অভিযানে যেতে সাহস করেনি।
রাত ৯টার দিকে শাহরাস্তি, কচুয়া, হাজীগঞ্জ থানা এবং চাঁদপুর পুলিশ লাইন, ডিবি পুলিশের অভিযান শুরু হয়। এ সময় অবরোধকারীদের সঙ্গে ৩ ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিআরসেল ছোড়ে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৬ জন।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।