ঢাকা: রাজধানীতে বৃহস্পতিবার সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অন্তত ১৪টি গাড়িতে আগুন দেয়া হয়েছে, যার প্রায় সবগুলোই যাত্রীবাহী বাস।
বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর সাতটি স্পটে সাতটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
সন্ধ্যার পর রাজধানীর শান্তিনগরে তরঙ্গ বাসে, আরামবাগ পুলিশ বক্সের সামনে একটি বাসে এবং শিল্পকলা একাডেমীর সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়েছে। এছাড়া গুলিস্তানে একটি বাসে দেয়া আগুন একজন দগ্ধ হয়েছেন।
এদিকে রাজধানীর মহাখালীতে সম্রাট পরিববনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দিনের বেলায় ৭ বাসে আগুন
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার রাজধানীতে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর মতিঝিল এলাকায় দুটি, মৌচাক, নীলক্ষেত, ভিক্টোরিয়া পার্ক, লালবাগ এলাকায় একটি এবং বনশ্রী এলাকায় অপর একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সেখানে দাঁড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তিরা সেটিতে আগুন দিয়ে সরে পড়ে।
রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিউ সুপার ভিশন নামের ওই বাসটিতে আগুন দেয় অবরোধকারীরা।
লালবাগ থানার এসআই জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পরিদর্শক মো. ফরহাদ জানান।
এদিকে, মতিঝিল থানার গলিতে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাফুফে ভবনের সামনে একটি থামানো বাসে আগুন দিয়ে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা।
অন্যদিকে, সকালে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শী জানান, শাপলা চত্বরের সামনে দিবানিশি পরিবহনের একটি বাসে এসময় আগুন দেওয়া হয়েছে। পরে বাসের হেলপার ও স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
তবে মতিঝিল থানার ওসি ফরমান আলী বাসে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেননি।
রাজধানীর বনশ্রীতে বেলা পৌনে ১২টার দিকে একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রফরফ পরিবহনের চলন্ত বাসটি থামিয়ে ৪ থেকে ৫ জন পিকেটার বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন বাসে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া লালবাগে অন্য একটি গাড়িতে আগুন দেয় অজ্ঞাত লোকেরা।