ঢাকাঃ বাংলাদেশের শীর্ষ হ্যাকার সংগঠন ‘বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস’ অনৈতিক ছবি ও লেখায় পরিপূর্ণ পর্ণ সাইট হ্যাক করার মিশনে নেমেছে । সংগঠনটি তারই অংশ হিসেবে এবার এক সাথে তিন শতাধিক পর্ণ সাইট হ্যাক করেছে।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস টিমের প্রতিষ্ঠাতা এডমিন রোটেটিং রটোর এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, ইতোপূর্বে আমরা অনেকবার পর্ণ সাইটগুলোকে সতর্ক করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা না রাখার কারণে একসাথে তিন শতাধিক সাইট হ্যাক করেছি।
তিনি আরো বলেন, বাংলাদেশেও আমাদের এ মিশন চলবে। বিশেষ করে ফেসবুকে যারা পর্ণ ছবি নিয়ে কাজ করছে তাদেরকে আমরা খুঁজে বের করছি এবং বেশ কয়েকটি সাইট আমরা বন্ধ করে দিয়েছি।
তিনি জানান, কোন অবৈধ ফেসবুক পেজ ব্লক করার জন্য আমাদের হাতে ১০ হাজার ফেসবুক আইডি রয়েছে। এখান থেকে ব্লক রিকুয়েস্ট পাঠালে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে তাদের পেজ বন্ধ করে দেয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস ৩৩৩টি পর্ণ সাইট হ্যাক করেছে।