আন্দোলন বেগবানে ও দেশ রক্ষায় গঠিত হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য

0

ADঢাকা: সরকারবিরোধী চলমান আন্দোলন বেগবানে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে সব আনুষ্ঠানিকতা শেষ, এখন শুধু ঘোষণার অপেক্ষা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের মূল চালিকা শক্তি হিসেবে আন্দোলনের মাঠে থাকবে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকবে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির।

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দল এবং সমমনা দলগুলোর ছাত্রসংগঠনকে এই সর্বদলীয় ছাত্র ঐক্যে সম্মিলিত করা হবে।

এর বাইরেও যারা আসতে আগ্রহী তাদের জন্য পথ খোলা থাকবে। এরপর মূল দলগুলোর চলমান সরকারবিরোধী আন্দোলন মাঠ পর্যায় পর্যন্ত কার্যকর করতে এই ছাত্র ঐক্য সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে জানা গেছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা আরটিএনএন- কে বলেন, ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের বিষয়ে ইতোমধ্যে সারাদেশে আমাদের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে স্বল্পতম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘২০০০ সালে সরকারবিরোধী আন্দোলন জোরদারে এর আগেও সর্বদলীয় ছাত্র ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আশা করছি, এবারো তার ব্যতিক্রম হবে না। এই ফ্যাসিবাদী সরকারের পতনে দেশবাসী সর্বদলীয় ছাত্র ঐক্যকে আগের ভূমিকায় আরেকবার দেখতে পাবে।’

তবে এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

নব্বইয়ে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে একবার সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছিল। সেবার মোট ২৪টি ছাত্রসংগঠন এক হয়ে এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল। এরপর ২০০০ সালে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আরেকবার একই নামে আন্দোলন করে ছাত্রসমাজ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More