ফেনী: অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার (এসএসকে) সড়কে এ হামলা করা হয়।
হামলায় আহত হয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল কাদের মিঞা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান। এর মধ্যে এনডিসির অবস্থা গুরুতর। দুই কর্মকর্তাকেই স্থানীয় উপশম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার ও পুলিশ সুপার রেজাউল হক পিপিএমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাৎক্ষণিকভাবে জানা গেছে, চলমান অবরোধ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুই কর্মকর্তার মাইক্রোবাসে হামলা চালানো হয়।
রাত সাড়ে ৮টার দিকে দুই ম্যাজিস্ট্রেটকে বহনকারী মাইক্রোবাসটি শহরের এসএসকে সড়কের কমপেক্ট হাসপাতালের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বোম হামলা চালায়। এতে এনডিসি আবদুল কাদের মারাত্মক আহত হন।
ফেনী সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান বাংলামেইলকে জানান, বোমা হামলায় অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। পরে তাদের স্থানীয় উপশম হাসপাতালে ভর্তি করানো হয়।