ঢাকা: গুরুতর আহত অবস্থায় রাজধানীর বার্ডেম হাসপাতালে নেয়া হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহল কবির রিজভীকে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এ কথা জানিয়েছেন। গত ৩০ নভেম্বর ভোর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহবাগের শিশুপার্কের সামনে বাসে পেট্রোল দিয়ে আগুন লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। রিজভীরে পক্ষ থেকেও জামিনের আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড ও জামিন দুটি আবেদনই নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।