ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
তবে শিমুল বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘এ শোক নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেউ কেউ নোংরা রাজনীতি করছেন। কিন্তু আমরা চাই এটা নিয়ে কেউ যেন নোংরা রাজনীতি না করে।’
তিনি বলেন, ‘আমি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর এপিএসকে জানিয়েছিলাম যে, ম্যাডামকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি। তিনি ঘুম থেকে উঠলে কথা বলে আমি আপনাদের জানাবো।’
তিনি আরো বলেন, ‘তারপরও আসার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কিছু জানানো হয়নি। তিনি হঠাৎ করেই চলে আসেন। প্রধানমন্ত্রীর আসার খবর শুনে আমি শোক বই নিয়ে গেটে দৌড়ে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি তিনি চলে গেছেন। এক মিনিট গেটের সামনে অবস্থান করেন তিনি। তবে প্রধানমন্ত্রী এখানে আসায় আমরা কৃতজ্ঞ। আমরা চাই না এ শোক নিয়ে কেউ নোংরা রাজনীতি করুক।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গুলশানে আসার পর তাদের পক্ষ থেকে কেউ কেউ বলছেন- এটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’