জামায়াত নেতা অতিথি স্কুল কমিটির সঙ্গে আ’লীগ কর্মীদের সংঘর্ষ

0

jamatঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে জামায়াত নেতাকে অতিথি করায়  স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসী ও স্কুল কমিটির সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুল্লাকে অতিথি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বারুখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫/২০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে গিয়ে শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা এক শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় পরে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনারর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More