ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নাশকতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করবে না পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগরের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতাকারী, নাশকতার নির্দেশদাতা, অর্থযোগানদাতাসহ দোষী কাউকে ছাড় দেয়া হবে না। এমনকি এদের রাজনৈতিক পরিচয়ও দেখবে না পুলিশ।’
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘নাশকতা করে কেউ পার পাবে না। যারা নাশকতা করছে তাদের শান্তিতে ঘুমাতে দেব না।’
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান কর্মসূচি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এখন যা হচ্ছে তা রাজনৈতিক কর্মসূচি নয়, রীতিমতো সন্ত্রাসী কার্যকলাপ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
হুকুমের আসামি হিসেবে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতার করা যাবে না- এমন কিছু আমরা বলিনি। এ ব্যাপারে তথ্য, প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। আবারো দৃঢ়ভাবে বলছি, দোষী কাউকে ছাড় দেয়া হবে না।’
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় দগ্ধ হন ২৯ জন। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় হুকুমের আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।