যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কমিউটার ট্রেনের সঙ্গে জিপগাড়ির সংঘর্ষে গাড়িটির নারী চালক ও ছয় ট্রেনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ জন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইর্য়ক শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরে ভালহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউ ইর্য়কের গভর্নর অ্যান্ড্রো কুমো জানান, নিহতদের মধ্যে জিপগাড়ির চালক ও ট্রেনের ছয় যাত্রী রয়েছেন।
দুর্ঘটনার পর এ পথে ট্রেন চলাচল আংশিক বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, মেট্রো-নর্থ রেলরোড হল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম রেলপথ। প্রতিদিন এ পথে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ যাতায়াত করে।