কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা ছুড়ে ৭ জনকে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামী করে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপি-জামায়াতের ৭৬ নেতাকর্মীকেও আসামী করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বুধবার সকালে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে ৭ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ছাড়া আহত হন আরও ২০-২৫ যাত্রী। এ ঘটনায় এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে খালেদা জিয়াকে হুকুমের আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দুটি করেন। মামলায় সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করা হয়েছে।