গত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ঃ র‍্যাব, বিএনপি বলেছে খুন

0

cross_fair_43006স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যা ব-১০ এর ডিএডি নাজমুল ইসলাম তাদের আহতাবস্থায় ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর পর কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত যুবকদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাদের দু’জনেরই পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বলেন, কাঠেরপুল এলাকায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
র্যা ব-১০ এর অপারেশন অফিসার খায়রুল আলম বুধবার ভোরে বলেন, কাঠেরপুল এলাকায় রাতে কয়েক যুবক টহলরত র্যাসব সদস্যদের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় র্যাাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালায়। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

কিন্তু আজ বিএনপি ও তার অঙ্গ সংগঠন এটিকে পরিকল্পিত খুন বলে মনে করেন। প্রেসক্লাব সহ দেশের বিভিন্ন স্থান থেকে বি এন পি ও জামাত এটির তিব্র নিন্দা জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More