তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর গাড়ি লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অজ্ঞাত কর্মী। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।
এই কর্মসূচির মধ্যেই রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং নেতাকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিনের ধর্মঘট পালন শুরু করছে ছাত্রদল।
ধর্মঘটের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।
বুধবার সকাল সাড়ে আটটায় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শামসুন নাহার হলের সামনে পর্যন্ত মিছিল করেন ছাত্রদল কর্মীরা।
অন্যদিক ধর্মঘটকে কেন্দ্র করে কলা ভবন ও কার্জন হলের শ্রেণীকক্ষগুলোতে তালা লাগিয়ে দেয় ছাত্রদল।