ঢাকা: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণ নিহত হয়েছেন। রাজধানীর মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তবে তিনি নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
নিহত তরুণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।