আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র্। বৃস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ স্বাক্ষরিক এক বিবৃতিতে ওই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে মেরি হার্ফ বলেন, বাস জ্বালিয়ে, অাগ্নেয় বোমা নিক্ষেপ ও ট্রেন লাইন উপড়ে ফেলে সাধারণ মানুষকে হত্যা ও জখম করার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক উদ্দেশ্যে এ রকম ভয়াবহ সহিংসতার নিন্দা জানাচ্ছি আমরা। বাংলাদেশের গণতন্ত্রে সাধারণত এ রকম আচরণের কোনো যৌক্তিকতা নেই।
মেরি হার্ফ আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের ক্ষমতা ও অধিকার সব বাংলাদেশির অবশ্যই থাকতে হবে। তাই সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। রাজনৈতিক সহিংসতা থেকে তাদের নেতা-কর্মীদের বিরত রাখতেও সব রাজনৈতিক দলগুলোর প্রতি একই আহ্বান জানায়।
বাংলাদেশে টানা ৩২ দিনের অবরোধ ও মাঝে মাঝে হরতালে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৬ জন। ৯৩৭টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবের ক্রসফায়ারে এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছে।
তথ্যসূত্র : মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।