আমোদ ডেস্ক : অনুরাগ কাশ্যপ পরিচালিত, ফ্যান্টম প্রডাকশন প্রযোজিত সিনেমা এনএইচ ১০-এর ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন অানুশকা শর্মা। সিনেমাটিতে আনুশকার স্বামীর চরিত্রে অভিনয় করছেন নেইল ভূপালাম।
অভিনেত্রী আনুশকা এনএইচ ১০ সিনেমাটির প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন বলিউডে। সিনেমাটির ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে, এখানে একজন স্বামী-স্ত্রী পথ সফরে বেরিয়েছেন। কিন্তু তারা রাস্তায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। তাদের রাস্তায় একদল অপরাধীর সঙ্গে সাক্ষাত হয়। এরপরই সিনেমার কাহিনি অন্য দিকে মোড় নেয়।
জানা গেছে, সিনেমাটি পাঞ্জাব-হরিয়ানার পটভূমিকায় তৈরি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ১০ (এনএইচ ১০), যা শুরু হয়েছে দিল্লিতে, শেষ হয়েছে পাঞ্জাবে। বলিউডে আনুশকাকে এতদিন রোমান্টিক চরিত্রে দেখা গেলেও, নতুন সিনেমাটিতে দেখা যাবে পুরোপুরি অন্যরকম এক আনুশকাকে।
এখনো অবধি পিকে-র সাফল্যই ঠিক উদযাপন করে উঠতে পারেননি অানুশকা, তার আগেই ফের তিনি পর্দায় হাজির আরেকটি আলোচিত সিনেমা নিয়ে। বলিউডে আগামী ৬ মার্চ মুক্তি পাবে এনএইচ ১০।