আজ ৬ ফেব্রুয়ারি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পথচলা শুরু করে দেশের অন্যতম ছাত্রসংগঠন ছাত্রশিবির। অন্যান্যবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও এবার প্রতিকূল পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক কোন কর্মসূচি গ্রহণ করেনি বলে শিবিরের একটি সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রতিপক্ষের হাতে সংগঠনটির ২১৮ জন নেতাকর্মী নিহত হয়েছে বলেও শিবিরের প্রচার বিভাগের একটি সূত্রে জানা গেছে।