সরকার দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশকে রাজনীতিশূন্য করতে এই গণহত্যা চালানো হচ্ছে। বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলমের স্বাক্ষরে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন ডা. শফিক। ২০ দলীয় জোটের আন্দোলন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে দাবি করে শফিকুর রহমান বলেন, সরকার দিশেহারা হয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী, জঙ্গিবাদী ও সহিংস আন্দোলন হিসেবে আখ্যায়িত করছে। তাদের বক্তব্য প্রতিষ্ঠিত করতে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারদের দিয়ে নাশকতা সৃষ্টি করছে। জামায়াতের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণকারী অবৈধ সরকার দেশে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করছে। তারা মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার কুমিল্লা, খুলনা ও যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। পেট্রলবোমা হামলার সঙ্গে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মীরা জড়িত দাবি করে ডা. শফিক বলেন, গত বুধবার রাত ১১টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাদ দীঘি ইউনিয়নের কেসকি মোড় এলাকা থেকে যুবলীগ নেতা মানিক ও বাবুলকে পেট্রল বোমাসহ পুলিশ আটক করার পর তাদের ছেড়ে দেয়। ১ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুরে যাত্রীবাহী সিএনজি ও পিকআপ ভ্যানে পেট্রলবোমা হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করার পর ছেড়ে দেয় লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। সরকারের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।