রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শেরেবাংলা নগর থানার এসআই আবদুর রউফ লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসেন। তবে তিনি কোনো কাগজপত্র না দিয়েই লাশ রেখে চলে যান। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, নিহত যুবকের নাম জসিম উদ্দীন। তিনি শিবিরকর্মী ছিলেন।
সূত্র জানায়, গত রাতে আগারগাঁও নতুন রাস্তা এলাকায় (ডাম্পিংয়ের পাশে) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী জসিম উদ্দীন নিহত হয়েছেন। প্রকাশ্যে পুলিশ কিছু না বললেও পরে হয়তো বিবৃতি দিয়ে জানানো হবে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় ফোন করা হলে ডিউটি অফিসার এসআই ইউনুস আলী জানান, ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর শুনেছেন তিনি। তবে কোথায় কে নিহত হয়েছে, তা জানাতে পারেননি। এসআই আবদুর রউফের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন তিনি। এসআই আবদুর রউফের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তাকে না পেয়ে ওসি জি জি বিশ্বাসের মোবাইলে কল দিলে তাকেও পাওয়া যায়নি।
Prev Post
Next Post