ঢাকার একটি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের মেধাবী ছাত্র আব্দুল্লাহ মোঃ হোসাইন তানভীর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার মেডিসিন ভাইভা দিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আজ দুপুরে মীরপুর থানার ওসি সালাউদ্দিন সহ কয়েকজন সিভিল পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে , দুপুরে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময়,মীরপুর থানার ওসি সালাউদ্দিন সহ কয়েকজন সিভিল পুলিশ তাকে গ্রেপ্তার করে.
পরিবারের দাবি অনুযায়ী, সোমবার দুপুর ২ টার দিকে কলেজ থেকে ক্লাশ শেষে বের হওয়ার পর রাত ১০ টা পর্যন্ত সে বাসায় ফিরে যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় গিয়েও এখন পর্যন্ত ওই ছাত্রের সন্ধান মেলেনি।
দেশের অস্থির পরিস্থিতিতে মেধাবী এই মেডিকেল ছাত্রের নিখোঁজ হওয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানানো হয়েছে। এখনো পর্যন্ত মীরপুর থানার তাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি ।