কিছুদিন পরেই ভালোবাসা দিবস কিন্তু তার আগেই দেবের জীবনে বসন্ত এসে হাজির হয়ে গেছে।
তবে দেবের জীবনে শুভশ্রী এখন অতীত। তাই নতুন বসন্ত হয়ে দীপকের দরজায় কড়া নাড়ছে ঋত্বিকা সেন।
দেবের হৃদয়ে এই খালি স্থানটি পূরণ করে নিয়েছেন ঋত্বিকা।
কিছুদিন আগে এক সংবাদিক সম্মেলনে দেব বলেছিলেন ‘আর মাত্র তিন বছর, তারপরই বিয়েটা সেরে ফেলবো’। তাহলে কি তিনি ঋত্বিকাকে বিয়ে করবেন বলে ঠিক করে ফেলেছেন? তবে যারা দেবের ভক্ত তাদের চিন্তার কোনো কারণ নেই।
বাস্তবে নয় লাইট-ক্যামেরার দুনিয়ায় দেবের বসন্ত হয়ে হাজির হবেন ঋত্বিকা।
ছবি নাম ‘আরশিনগর’। শেক্সপিয়ারের দুইমলাটের রোমিও জুলিয়েটে এবার ধরা পড়তে চলেছে পরিচালক অপর্ণা সেনের ক্যামেরার লেন্সে। আর এই ছবিতে রোমিও’র চরিত্রের জন্য প্রথম থেকেই অপর্ণা ঠিক করে রেখেছিলেন টালিউডের চকলেট বয় দেবকে। কিন্তু জুলিয়েটের চরিত্রে কে অভিনয় করবেন তা বুঝে উঠতে পারছিলেন না পরিচালক। তবে কিছুদিন আগে জুলিয়েট হিসেবে তিনি বেছে নিয়েছেন টলিউডের নবাগতা ঋত্বিকার নাম।
সম্প্রতি কলকাতায় শুরু হয়ে গেছে এ ছবির শুটিং। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা পর্দায় কতটুকু জমে উঠবে দেব-ঋত্বিকার রোম্যান্স।a