যৌনকর্মী সন্দেহে ৩০ জন রোমানিয়া টিভি উপস্থাপক ও মডেলকে গ্রেফতার করল সে দেশের পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই ওই মডেল ও উপস্থাপকেরা মধুচক্র চালাত। প্রতি রাত পিছু তারা কাস্টমারদের থেকে ১০,০০০ পাউন্ড করে নিত। একই সঙ্গে এক একজন কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে ১,৫০০ ডলার উপরি আয়ও ছিল বাঁধা।
তাদের আগামী শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। সেদেশের বিশিষ্ট টিভি উপস্থাপক ড্যানিলা ক্রুর ও প্লেবয় মডেল দিয়ানা নিকোরাসের নামও জড়িয়েছে ওই ঘটনায়।
তথ্যসূত্র: এএফপি।